পাকিস্তান সীমান্তে তালেবানদের হামলা, ৪ সেনা নিহত

- আপডেট সময় : ০১:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে সশস্ত্র তালেবান গোষ্ঠীর হামলায় আধাসামরিক বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা করে তালেবান গোষ্ঠী। এতে চার সেনা নিহত হয়েছেন।
নিরাপত্তা তল্লাশি চৌকিটির কাছে আফগানিস্তান সীমান্ত রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চলে প্রায়ই সহিংস ঘটনা ঘটে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন। তিনি বলেন, হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন।’
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরেছে তালেবানরা। এরপর থেকে পাকিস্তানে তালেবানের সহযোগী গোষ্ঠীগুলোর সহিংসতা বেড়ে গেছে। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
পাকিস্তান সরকার অভিযোগ করে বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।