ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মারণ রোগে আক্রান্ত সালমান! ৬৭তেই প্রাণ হারাবেন শাহরুখ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৩ সালে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পাশাপাশি নতুন নতুন ছবির ঘোষণা করছেন সালমান খান (Salman Khan)। এরই মাঝে ভয়ংকর এক ভবিষ্যদ্বাণী করেছেন এক জ্যোতিষী। একই বছরে নাকি মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তারপর থেকে তোপের মুখে পড়েছেন তিনি।

এই ভয়ংকর ভবিষ্যদ্বানী শুনে রেগে আগুন দুই সুপারস্টারের অনুরাগীরা। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, “শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।” এর পরেই তিনি দাবি করেন, খুব শিগগির নাকি সালমানের বড় অসুখ ধরা পড়বে।

সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন। তিনি বলেছেন, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের একটি মিল রয়েছে। একই বছরে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।’সুশীল কুমার আরও দাবি করেন, সালমান নাকি ইতোমধ্যেই মারণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়। তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তাঁর খুব কষ্টে কাটবে।

এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। নেটিজেনদের দাবি, কোনও ভালো জ্যোতিষী মৃত্যুদিন প্রকাশ করেন না। মৃত্যুদিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতোমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংকে কটাক্ষও করছে। কী করে অনৈতিকভাবে কোনও জ্যোতিষে এই সব বলতে পারেন, প্রশ্ন ফ্যানেদের। আবার কারোর দাবি, সুশীল একেবারেই ভন্ড।

নিউজটি শেয়ার করুন

মারণ রোগে আক্রান্ত সালমান! ৬৭তেই প্রাণ হারাবেন শাহরুখ

আপডেট সময় : ০৯:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

২০২৩ সালে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পাশাপাশি নতুন নতুন ছবির ঘোষণা করছেন সালমান খান (Salman Khan)। এরই মাঝে ভয়ংকর এক ভবিষ্যদ্বাণী করেছেন এক জ্যোতিষী। একই বছরে নাকি মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তারপর থেকে তোপের মুখে পড়েছেন তিনি।

এই ভয়ংকর ভবিষ্যদ্বানী শুনে রেগে আগুন দুই সুপারস্টারের অনুরাগীরা। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে, তা নিয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার কথায়, “শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল খারাপ যাবে সালমানের।” এর পরেই তিনি দাবি করেন, খুব শিগগির নাকি সালমানের বড় অসুখ ধরা পড়বে।

সুশীল কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন। তিনি বলেছেন, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের একটি মিল রয়েছে। একই বছরে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।’সুশীল কুমার আরও দাবি করেন, সালমান নাকি ইতোমধ্যেই মারণ রোগে আক্রান্ত। সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায়। তবে এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তাঁর খুব কষ্টে কাটবে।

এদিকে জ্যোতিষীর এমন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। নেটিজেনদের দাবি, কোনও ভালো জ্যোতিষী মৃত্যুদিন প্রকাশ করেন না। মৃত্যুদিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতোমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংকে কটাক্ষও করছে। কী করে অনৈতিকভাবে কোনও জ্যোতিষে এই সব বলতে পারেন, প্রশ্ন ফ্যানেদের। আবার কারোর দাবি, সুশীল একেবারেই ভন্ড।