শেখ মুজিবের ছবি থাকায় এবার ঈদে মিলছে না নতুন নোট

- আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

এবার ঈদে ব্যাংক থেকে কোনো নতুন নোট মিলবে না। টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষের আপত্তির কারণে ঈদে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিভিন্ন ব্যাংকে পাঠানো এ চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো।
পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হয়েছে চিঠিতে।
চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।