ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেট ১ ওভার হাতে রেখে জয় পায় ভারত।

এক মাঠে পুরো আসরের সব ম্যাচ খেলা। নেই ভ্রমণের ক্লান্তি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতকে সুবিধা দিতে হাইব্রিড মডেলে আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা গেল ভারতের ঘরে।

সবশেষ ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ম্যান ইন ব্লুরা। এরপর বেশ অনেকদিন আইসিসির যেকোনো শিরোপা অধরাই ছিল দুইবারের বিশ্বকাপ জয়ীদের।

তবে ২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২৫ এ আরো এক সাফল্যের পালক যুক্ত হলো রোহিত শর্মার ক্যারিয়ারে।

দুবাইয়ের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান পায় নিউজিল্যান্ড। ১৫ রান করা উইল ইয়ংকে লেগ বিফোর করেন বরুণ।

আরেক ওপেনার রাচিন রাবীন্দ্রাকে ৩৭ রানে প্যাভিলিয়নে ফেরান কুলদিপ। ১১ রান আসে কেইন উইলিয়ামসনের ব্যাটে। ৩৪ রানে ফিলিপসকে বোল্ড করেন বরুণ। তবে ড্যারিল মিচেল আর শেষদিকে ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা।

২৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। দুজনে গড়েন শতরানের জুটি। ব্যক্তিগত ৩১ রানে শুভমান গিল ফিরলেও রোহিত তুলে নেন ক্যারিয়ারের ৫৮তম অর্ধশতক। তবে ৭৬ রান করে বিদায় নেন তিনি।

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ কোহলি ফেরেন ১ রান করে। টানা ৩ উইকেট হারানো দলকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার ও আক্সার প্যাটেল। তবে ৪৮ রান করে আউট হন আইয়ার।

এরপর ম্যাচের হাল ধরেন কে এল রাহুল। তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া ১৮ রানে ফিরলেও ৩৪ রানে অপরাজিত থেকে দলকে শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল।

নিউজটি শেয়ার করুন

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত

আপডেট সময় : ০১:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেট ১ ওভার হাতে রেখে জয় পায় ভারত।

এক মাঠে পুরো আসরের সব ম্যাচ খেলা। নেই ভ্রমণের ক্লান্তি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতকে সুবিধা দিতে হাইব্রিড মডেলে আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা গেল ভারতের ঘরে।

সবশেষ ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ম্যান ইন ব্লুরা। এরপর বেশ অনেকদিন আইসিসির যেকোনো শিরোপা অধরাই ছিল দুইবারের বিশ্বকাপ জয়ীদের।

তবে ২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২৫ এ আরো এক সাফল্যের পালক যুক্ত হলো রোহিত শর্মার ক্যারিয়ারে।

দুবাইয়ের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান পায় নিউজিল্যান্ড। ১৫ রান করা উইল ইয়ংকে লেগ বিফোর করেন বরুণ।

আরেক ওপেনার রাচিন রাবীন্দ্রাকে ৩৭ রানে প্যাভিলিয়নে ফেরান কুলদিপ। ১১ রান আসে কেইন উইলিয়ামসনের ব্যাটে। ৩৪ রানে ফিলিপসকে বোল্ড করেন বরুণ। তবে ড্যারিল মিচেল আর শেষদিকে ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা।

২৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। দুজনে গড়েন শতরানের জুটি। ব্যক্তিগত ৩১ রানে শুভমান গিল ফিরলেও রোহিত তুলে নেন ক্যারিয়ারের ৫৮তম অর্ধশতক। তবে ৭৬ রান করে বিদায় নেন তিনি।

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ কোহলি ফেরেন ১ রান করে। টানা ৩ উইকেট হারানো দলকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার ও আক্সার প্যাটেল। তবে ৪৮ রান করে আউট হন আইয়ার।

এরপর ম্যাচের হাল ধরেন কে এল রাহুল। তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া ১৮ রানে ফিরলেও ৩৪ রানে অপরাজিত থেকে দলকে শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল।