সমুদ্রে একজোট হয়েছে ইরান, চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৭৯ বার পড়া হয়েছে

সমুদ্রে এবার একজোট হয়েছে পরাশক্তির দেশ ইরান, চীন ও রাশিয়া। ইরানের চাহাবার বন্দরে পঞ্চমবারের মতো যৌথ নৌ-মহড়া শুরু করলো তিন দেশ।
সিকিউরিটি বেল্ট ২০২৫ নামকরণে এই মহড়ায় নিজেদের বহরের শক্তিশালী রণতরী নিয়ে এসেছে তেহরান, বেইজিং ও মস্কো।
এই মহড়া সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই তিন দেশের মহড়া নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
যদিও চীন, ইরান, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার জোট এই অঞ্চলে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে।