আমরা দুটি বিষয় বিদায় করতে যুদ্ধ করছি: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেকের শাসন দেখলও এখন কোরআন ও সুন্নাহভিত্তিক শাসন প্রয়োজন।
আজ মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি।
আমিরে জামায়াত বলেন, ‘আমরা দুটি বিষয় বাংলাদেশ থেকে বিদায় করতে যুদ্ধ করছি। একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুটি বিষয় বিদায় করতে পারলে কোরআনের আলোকে বাংলাদেশ ১৮ কোটি মানুষের হাতে আল্লাহর নিয়ামত হিসেবে ধরা দেবে।’
সংগ্রামী লড়াইয়ে জামায়াতে ইসলামী সবাইকে পাশে চায় বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। সমালোচনার পাশাপাশি পরামর্শের অনুরোধ জানিয়েছেন তিনি।