ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করল ট্রাম্প প্রশাসন

- আপডেট সময় : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার এক্স পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও বলেন, ৬ সপ্তাহ পর্যালোচনার পর সংস্থার ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে। এসব চুক্তিতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে উল্লেখ করে অনেক ক্ষেত্রেই তা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বলেও জানান রুবিও। তবে কোন কোন কর্মসূচি বাতিল হয়ে তা স্পষ্ট করে বলেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, ইউএসএআইডি’র বাকি ১৭ শতাংশ কর্মসূচি এখন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থার বিষয়ে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে দরিদ্র দেশগুলো ক্ষতির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই ইউএসএআইডির ওপর খড়গহস্ত হন। তিনি সংস্থাটি ভেঙে দিতে চান। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন অনেকেই।
১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেছিলেন।
সংস্থাটিতে প্রায় ১০ হাজার কর্মকর্তা–কর্মচারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ইউএসএআইডির জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ।