নিজেই কিছুদিন আগে একটি ব্লগ পোস্টে জানিয়েছিলেন যে বয়সের ছাপ পড়ছে কাজে। সংলাপ ভুলে যান। সেটে অন্যান্য সমস্যাও দেখা দিচ্ছে। এবার কৌন বনেগা ক্রোড়পতি ছাড়ার সিদ্ধান্ত নিলেন অমিতাভ বচ্চন? পরের সিজন থেকে কে সঞ্চালনা করবেন?
বাংলায় যেমন দিদি নম্বর ওয়ান মানেই রচনা বন্দ্যোপাধ্যায় বা দাদাগিরি মানেই যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, মিরাক্কেল আর মীর আফসার আলি যেমন সমার্থক হয়ে দাঁড়িয়েছেন তেমন ভাবেই হিন্দির ক্ষেত্রে কৌন বনেগা ক্রোড়পতির সমার্থক অমিতাভ বচ্চন হয়ে গিয়েছেন। কিন্তু একটা সময়ের পর সবাইকে সব ছেড়ে আসতে হয়। বয়সের জন্য কৌন বনেগা ক্রোড়পতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিগ বি। এবার তাই জল্পনা শুরু হয়েছে যে পরের সিজন থেকে তাঁর দায়িত্ব কী সামলাবেন। আর সেক্ষেত্রে তিনজনের নাম উঠে আসছে। কারা তাঁরা?
১৫ তম সিজনের পরেই অমিতাভ জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর এই শোয়ের সঞ্চালনা করবেন না। কিন্তু চ্যানেলের জোরাজুরিতে তিনি রাজি হন। কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর দায়িত্ব সামলান। কিন্তু সিজন ১৭ থেকে অন্য কাউকেই এই দায়িত্বে দেখা যাবে। কানাঘুষোয় শোনা যাচ্ছে শাহরুখ খান বিগ বির এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। এই বিষয়ে বলে রাখা ভালো, অমিতাভের অসুস্থতার কারণে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৩ শাহরুখ সঞ্চালনা করেছিলেন। তারপর সিজন ৪ থেকে পুনরায় এই দায়িত্ব পালন করে আসছেন বিগ বি।
খালি কিং খান নন। ঐশ্বর্য রাই বচ্চন সহ মহেন্দ্র সিং ধোনিকেও এই শোয়ের সঞ্চালক হিসেবে ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কাকে এই দায়িত্ব পালন করতে দেখা যাবে সেটা সময়ই বলবে। এখনই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সম্প্রতি একটি ব্লগ পোস্টে বয়সের কারণে যে কাজে সমস্যা হচ্ছে সেই কথা স্বীকার করে নিলেন অমিতাভ বচ্চন। জানালেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, কাজে ভুল হচ্ছে, লাইন (সংলাপ) মনে রাখতে পারছেন না সেটে, সেটাও স্বীকার করে নেন।
ব্লগ নম্বর ৬২২২ যা গত ২৮ ফেব্রুয়ারি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন সেখানে তিনি লেখেন, 'বয়স যত বাড়ে তত যে খালি সংলাপ মনে রাখতে সমস্যা হয় সেটাই নয়। একাধিক বার্ধক্যজনিত সমস্যা দেখা দেয়। সেটার জন্য যেমনটা করতে বলা হয় সেটা করা যায় না।' বিগ বি তাঁর এই পোস্টে আরও জানান, 'যখন বাড়ি ফিরে আসি তখন উপলব্ধি হয় যে কী কী ভুল করেছি এবং সেগুলো কীভাবে শুধরে নেওয়া যেতে পারে।'