পার্লামেন্ট থেকে নিজের ব্যবহৃত চেয়ার নিয়ে বের হলেন ট্রুডো

- আপডেট সময় : ০২:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী প্রধানমন্তী জাস্টিন ট্রুডো রাজধানী আটোয়ায় অবস্থিত পার্লামেন্ট হিলের হাউস অব কমন্স থেকে তাঁর নিজের ব্যবহৃত চেয়ার সরিয়ে নিয়েছেন। গতকাল সোমবার (১০ মার্চ) নিজ হাতে চেয়ার নিয়ে হাসতে হাসতে হাউস অব কমন্স থেকে বের হতে দেখা যায় তাঁকে। খবর রয়টার্সের।
এ সময় আগামী প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাতের পর তিনি দ্রুত ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন।
ট্রুডো দীর্ঘদিন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি কানাডার শাসক দল লিবারেল পার্টির নেতা হিসেবে ভূমিধস বিজয় অর্জন করেছেন। লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ছেন।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে কানাডার বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে এসেছেন। কখনও কানাডা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কখনও কানাডার পণ্যে ২৫ শতাংশ বাড়তি কর চাপানোর কথা বলেছেন। যদিও এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এ পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী পদে যে লিবারেল নেতাই আসীন হন না কেন, তার জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন ট্রাম্প।