ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘হ্যারিপটার’খ্যাত অভিনেতা সাইমন মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার-বেকার মারা গেছেন। ‘হ্যারিপটার’ ও ‘ডক্টর হু’ সিরিজে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। অভিনেতার মৃত্যু সংবাদ গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর প্রতিষ্ঠান জাফরি ​​ম্যানেজমেন্টের প্রতিনিধি কিম ব্যারি।

বিবিসি সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ডক্টর হু’র পঞ্চম ও ষষ্ঠ কিস্তিতে ক্রেসপ্যালিয়ন ব্ল্যাক মার্কেটার ডোরিয়াম মালদোভার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন সাইমন। এ ছাড়া ২০০১ সালে ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এ ভূত দ্য ফ্যাট ফ্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কিম ব্যারি বলেন, ‘আজ আমি কেবল সাইমন ফিশার-বেকারের মতো একজন ক্লায়েন্টকেই হারিয়েছি না, বরং ১৫ বছরের ঘনিষ্ঠ বন্ধুকেও হারিয়েছি। বিবিসির ডক্টর হু-তে ডোরিয়াম মোলদোভারের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় আমি তাকে যে ফোন করেছিলাম সেটা কখনোই ভুলব না।’

যোগ করে বলা হয়, ‘সাইমন একজন লেখক, একজন র‍্যাক্টর এবং একজন দুর্দান্ত পাবলিক বক্তাও ছিলেন। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন এবং সদয়, করুণাময় ও সকলের প্রতি আগ্রহী ছিলেন।’

তবে বিবৃতিতে সাইমনের মৃত্যুর কারণ সম্পর্কে জানানো হয়নি। এদিকে, প্রয়াত অভিনেতার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

নিউজটি শেয়ার করুন

‘হ্যারিপটার’খ্যাত অভিনেতা সাইমন মারা গেছেন

আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার-বেকার মারা গেছেন। ‘হ্যারিপটার’ ও ‘ডক্টর হু’ সিরিজে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। অভিনেতার মৃত্যু সংবাদ গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর প্রতিষ্ঠান জাফরি ​​ম্যানেজমেন্টের প্রতিনিধি কিম ব্যারি।

বিবিসি সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ডক্টর হু’র পঞ্চম ও ষষ্ঠ কিস্তিতে ক্রেসপ্যালিয়ন ব্ল্যাক মার্কেটার ডোরিয়াম মালদোভার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন সাইমন। এ ছাড়া ২০০১ সালে ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এ ভূত দ্য ফ্যাট ফ্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কিম ব্যারি বলেন, ‘আজ আমি কেবল সাইমন ফিশার-বেকারের মতো একজন ক্লায়েন্টকেই হারিয়েছি না, বরং ১৫ বছরের ঘনিষ্ঠ বন্ধুকেও হারিয়েছি। বিবিসির ডক্টর হু-তে ডোরিয়াম মোলদোভারের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় আমি তাকে যে ফোন করেছিলাম সেটা কখনোই ভুলব না।’

যোগ করে বলা হয়, ‘সাইমন একজন লেখক, একজন র‍্যাক্টর এবং একজন দুর্দান্ত পাবলিক বক্তাও ছিলেন। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন এবং সদয়, করুণাময় ও সকলের প্রতি আগ্রহী ছিলেন।’

তবে বিবৃতিতে সাইমনের মৃত্যুর কারণ সম্পর্কে জানানো হয়নি। এদিকে, প্রয়াত অভিনেতার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তাঁর অনুরাগীরা।