বাংলাদেশে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সেপ্টেম্বরে

- আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার (১২ মার্চ) বিকেলে সমসাময়িক ইস্যু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন করে রোহিঙ্গা ইস্যু হাইলাইট করা সম্ভব হবে।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বিষয়ে শফিকুল আলম বলেন, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামীকাল বিকেল ৫টায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতিসংঘের মহাসচিব। ১৪ মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। ওইদিন এক লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইফতার করবেন।
১৫ মার্চ জাতিসংঘের মহাসচিব ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কালাম মজুমদার।