রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক হচ্ছে এনবিআর

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক হচ্ছে এনবিআর এমনটা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। জানালেন, ঈদের আগেই অধ্যাদেশ জারি হবে।
আজ (বুধবার, ১২ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওতে রাজস্ব ভবনে আয়কর আইন-২০২৩, সংস্কার ও প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজনে তিনি এমনটা জানান।
কাঙ্ক্ষিত কর লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা খুঁজে বের করে কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি। এসময় কর আরোহণে শক্ত অবস্থান গ্রহণ করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, ‘করের উপরই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতের সাফল্য নির্ভর করছে।’