আন্তর্জাতিক অপরাধ আদালতে রদ্রিগো দুতার্তেকে তলবের দাবি মেয়ের

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেয়া হচ্ছে। এমনটাই দাবি করেছেন তার মেয়ে সারা দুতার্তে।
মাদকবিরোধী অভিযান চালানোর সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
ফিলিপিন্সের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দুতার্তেকে মঙ্গলবার বিকেলে একটি বিমানে তোলা হয়।
তার মেয়ে ভেরোনিকার দাবি, তার বাবাকে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। ৭৯ বছর বয়সী দুতার্তে মঙ্গলবার গভীর রাতে হংকং থেকে ফিলিপিন্সে আসেন।
সেসময় রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।