ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়: হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্যকেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

আজ বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি শাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়।

আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পৃথক দুটি রিটের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯(১) ধারায় বলা হয়েছে, ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

আর ২৯ (২) ধারায় বলা রয়েছে, কোনো ব্যক্তি উপধারা (১) এর বিধান লঙ্ঘন করলে তা হবে একটি অপরাধ এবং সেজন্য তিনি ৩ (তিন) বছর কারাদণ্ড বা ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এছাড়া ওই অপরাধ অব্যাহত থাকলে প্রতিবার এর পুনরাবৃত্তির জন্য অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকরা বলছেন, এই রায়ের ফলে চিকিৎসা ক্ষেত্রে প্রতারণা বন্ধ হবে। যত্রতথচিকিৎসক পদ ব্যবহার বন্ধ হলো।

এর আগে, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে, নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট করেন।

ডিপ্লোমাধারীরা বলেছেন, আদালতের আজকের এ রায়ের বিপক্ষে আপিল করবেন তাঁরা।।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম শুনানি করেন।

নিউজটি শেয়ার করুন

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়: হাইকোর্ট

আপডেট সময় : ০৪:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্যকেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

আজ বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি শাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এই রায় দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়।

আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পৃথক দুটি রিটের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯(১) ধারায় বলা হয়েছে, ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

আর ২৯ (২) ধারায় বলা রয়েছে, কোনো ব্যক্তি উপধারা (১) এর বিধান লঙ্ঘন করলে তা হবে একটি অপরাধ এবং সেজন্য তিনি ৩ (তিন) বছর কারাদণ্ড বা ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এছাড়া ওই অপরাধ অব্যাহত থাকলে প্রতিবার এর পুনরাবৃত্তির জন্য অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকরা বলছেন, এই রায়ের ফলে চিকিৎসা ক্ষেত্রে প্রতারণা বন্ধ হবে। যত্রতথচিকিৎসক পদ ব্যবহার বন্ধ হলো।

এর আগে, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে, নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট করেন।

ডিপ্লোমাধারীরা বলেছেন, আদালতের আজকের এ রায়ের বিপক্ষে আপিল করবেন তাঁরা।।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম শুনানি করেন।