ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

- আপডেট সময় : ১১:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (বুধবার, ১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন সাইলেন্ট কিলার।
মাহমুদউল্লাহ রিয়াদ নামটা শুনলেই মনের কোণে ভেসে ওঠে অসংখ্য সুখস্মৃতি। বিপদের ক্ষণে দাঁতে দাঁত চেপে দলকে আগলে রাখা একের পর এক ইনিংস। বড় মঞ্চে উল্লাস জাগানিয়া মূহুর্ত উপহার দেয়ার কারিগর।
এতসবের পরও মাহমুদউল্লাহ রিয়াদ একটা বিশেষনে বিশেষায়িত- সাইলেন্ট কিলার। নীরবে-নিভৃতে দলের জন্য উজাড় করে দিয়েছেন নিজেকে।
বিদায়বেলায়ও নীরব রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড গুটিয়ে নেয়ার জন্য বেছে নিলেন সেই সামাজিক যোগাযোগমাধ্যম।
বুধবার ফেইসবুক পোস্টে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিয়াদ লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
একই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন নিজের পরিবার, বিসিবি ও সতীর্থদের প্রতিও। শুভকামনা জানিয়েছেন দেশের ক্রিকেটের জন্য।
সোমবার ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তখনই গুঞ্জন ওঠে, যেকোনো সময় অবসর নিতে পারেন সর্বজৈষ্ঠ্য এই ক্রিকেটার। অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো।
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা শুরু স্পিন অলরাউন্ডার হিসেবে। একই বছর অভিষেক টি-টোয়েন্টি ক্রিকেটেও। দুই বছর পর সাদা জার্সি গায়ে জড়িয়ে নাম লেখান ক্রিকেটের কুলীন সংস্করণে। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ হাজারের বেশি রান আর দেড় শতাধিক উইকেট আছে পঞ্চপান্ডবের অন্যতম এই সদস্যের।
২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন রিয়াদ। ওয়ানডে আর টি-টোয়েন্টি চালিয়ে গেলেও, বিদায়ের গুঞ্জন ওঠে অসংখ্যবার। বাদ পড়েন দল থেকেও। তবে ক্রিকেটের প্রতি নিবেদিতপ্রাণ রিয়াদ সব বাধা এড়িয়ে খেলেন গেল ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি।
সবশেষ এবার বিদায়ের পালা। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদের পরবর্তী ইনিংসের জন্য শুভকামনা দেশবাসীর।