ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

আজ (বুধবার, ১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আগামীকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে বাংলাদেশ আসছেন।

মিয়ানমারের রাখাইনে চলছে গৃহযুদ্ধ। ভেঙে পড়েছে সেখানকার পুরো অর্থনৈতিক ব্যবস্থা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ এরই মধ্যে বাংলাদেশকে জানিয়েছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলা না করা গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানকার অন্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ।

আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আসছেন বাংলাদেশে।

প্রায় সাত বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের এটি দ্বিতীয় সফর। প্রধান উপদেষ্টার সাথে শুক্রবার উখিয়া ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তারা দু’জনেই আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গার সঙ্গে সেখানে ইফতার করবেন।

ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে।’

তিনি বলেন, ‘ঝিমিয়ে পড়া রোহিঙ্গা সংকট বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা। আর তাই তো এই সফর নানাভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’

সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্করণ প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

আজ (বুধবার, ১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আগামীকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে বাংলাদেশ আসছেন।

মিয়ানমারের রাখাইনে চলছে গৃহযুদ্ধ। ভেঙে পড়েছে সেখানকার পুরো অর্থনৈতিক ব্যবস্থা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ এরই মধ্যে বাংলাদেশকে জানিয়েছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলা না করা গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানকার অন্য জনগোষ্ঠীরাও সীমান্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ।

আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আসছেন বাংলাদেশে।

প্রায় সাত বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের এটি দ্বিতীয় সফর। প্রধান উপদেষ্টার সাথে শুক্রবার উখিয়া ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তারা দু’জনেই আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গার সঙ্গে সেখানে ইফতার করবেন।

ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে।’

তিনি বলেন, ‘ঝিমিয়ে পড়া রোহিঙ্গা সংকট বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা। আর তাই তো এই সফর নানাভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’

সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্করণ প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।