ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক ভ্যাকসিনেই রুখবে হৃদরোগের ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যে চীন বিশ্বে করোনা অতিমারীর জন্য দায়ী, সেই চীনেরই এবার দাবি তারা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। এই এক ভ্যাকসিনেই রুখবে হৃদরোগের ঝুঁকি।

ধমনীতে প্লাক বা রক্ত ​​জমাট বাঁধার কারণেই স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে থাকে। চীনের দাবি, ধমনীতে এই প্লাক তৈরি হওয়া যাকে এথেরোস্ক্লেরোসিসও বলা হয়, তা প্রতিরোধ করার জন্যই এই টিকা।

হৃদরোগ বা হার্ট অ্যাকাট বিশ্বজুড়ে নিঃশব্দ ঘাতক। প্রতি মিনিটে লাখ লাখ মানুষ এই হৃদরোগের সমস্যার সঙ্গে লড়াই করছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি ৩৪ সেকেন্ডে একজন করে ব্যক্তি হৃদরোগে মারা যান। সম্প্রতি বয়সে তরুণদের মধ্যেও বেড়েছে হৃদরোগের প্রবণতা।

কীভাবে কাজ করবে এই টিকা? চীনের দাবি, গবেষণায় বিভিন্ন ধরণের প্রোটিনের একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হয়েছে যা শরীরে প্রদাহ ও এথেরোস্ক্লেরোসিসের বিরুদ্ধে লড়বে।

এই প্রোটিনের মধ্যে উল্লেখযোগ্য p210, যা ধমনীতে এথেরোস্ক্লেরোসিসের অগ্রগতির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই p210-কে কাজে লাগিয়েই মানব শরীরে প্রয়োগের জন্য তৈরি হয়েছে নতুন ভ্যাকসিন।

নয়া এই টিকা p210 অ্যান্টিজেনকে ক্ষুদ্র ক্ষুদ্র আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলের সঙ্গে সংযুক্ত করে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিহত করতে কাজ করবে। ভ্যাকসিনের শরীরে p210 অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈারি হবে অ্যান্টিবডি।

নিউজটি শেয়ার করুন

এক ভ্যাকসিনেই রুখবে হৃদরোগের ঝুঁকি

আপডেট সময় : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

যে চীন বিশ্বে করোনা অতিমারীর জন্য দায়ী, সেই চীনেরই এবার দাবি তারা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। এই এক ভ্যাকসিনেই রুখবে হৃদরোগের ঝুঁকি।

ধমনীতে প্লাক বা রক্ত ​​জমাট বাঁধার কারণেই স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে থাকে। চীনের দাবি, ধমনীতে এই প্লাক তৈরি হওয়া যাকে এথেরোস্ক্লেরোসিসও বলা হয়, তা প্রতিরোধ করার জন্যই এই টিকা।

হৃদরোগ বা হার্ট অ্যাকাট বিশ্বজুড়ে নিঃশব্দ ঘাতক। প্রতি মিনিটে লাখ লাখ মানুষ এই হৃদরোগের সমস্যার সঙ্গে লড়াই করছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি ৩৪ সেকেন্ডে একজন করে ব্যক্তি হৃদরোগে মারা যান। সম্প্রতি বয়সে তরুণদের মধ্যেও বেড়েছে হৃদরোগের প্রবণতা।

কীভাবে কাজ করবে এই টিকা? চীনের দাবি, গবেষণায় বিভিন্ন ধরণের প্রোটিনের একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হয়েছে যা শরীরে প্রদাহ ও এথেরোস্ক্লেরোসিসের বিরুদ্ধে লড়বে।

এই প্রোটিনের মধ্যে উল্লেখযোগ্য p210, যা ধমনীতে এথেরোস্ক্লেরোসিসের অগ্রগতির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই p210-কে কাজে লাগিয়েই মানব শরীরে প্রয়োগের জন্য তৈরি হয়েছে নতুন ভ্যাকসিন।

নয়া এই টিকা p210 অ্যান্টিজেনকে ক্ষুদ্র ক্ষুদ্র আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলের সঙ্গে সংযুক্ত করে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিহত করতে কাজ করবে। ভ্যাকসিনের শরীরে p210 অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈারি হবে অ্যান্টিবডি।