নতুন দলকে মতভেদ তৈরি না করার আহ্বান জয়নুল আবদিনের

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন নিয়ে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এ আহ্বান জানান তিনি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, মত ভিন্ন থাকতে পারে তবে নিজেদের মধ্যে সমালোচনা করতে গিয়ে যেন ঐক্য নষ্ট না হয়। এসময় তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত তিনজন প্রধান নির্বাচন কমিশনারের গ্রেপ্তারের দাবি জানান।
ফারুক বলেন, দেশকে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য।