ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ধর্ষণ প্রতিরোধে হচ্ছে নতুন আইন, থাকছে ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণ প্রতিরোধে রোববারের মধ্যে নতুন আইন তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘নতুন আইন প্রাথমিক ধাপে আছে। রোববারের মধ্যে নতুন আইন হয়ে যাবে। আইনে শিশু ধর্ষণ এবং বলাৎকারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করা হবে।’

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পোস্টমর্টেম বৃহস্পতিবারের মধ্যে শেষ হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আজকেই হেলিকপ্টারে করে মরদেহ মাগুরাতে যাবে। আজকেই দাফন হবে।’

আগামী ৭ দিনের মধ্যে আলোচিত এ ঘটনার বিচার শুরু হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হবে।’

গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন।

ওই মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরই মধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটি গত কয়েকদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণ প্রতিরোধে হচ্ছে নতুন আইন, থাকছে ট্রাইব্যুনাল

আপডেট সময় : ০৬:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ধর্ষণ প্রতিরোধে রোববারের মধ্যে নতুন আইন তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘নতুন আইন প্রাথমিক ধাপে আছে। রোববারের মধ্যে নতুন আইন হয়ে যাবে। আইনে শিশু ধর্ষণ এবং বলাৎকারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করা হবে।’

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পোস্টমর্টেম বৃহস্পতিবারের মধ্যে শেষ হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আজকেই হেলিকপ্টারে করে মরদেহ মাগুরাতে যাবে। আজকেই দাফন হবে।’

আগামী ৭ দিনের মধ্যে আলোচিত এ ঘটনার বিচার শুরু হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হবে।’

গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন।

ওই মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরই মধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটি গত কয়েকদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।