ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যশোর ঘাঁটিতে প্রশিক্ষণ বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। তবে এর দুই আরোহীই নিরাপদ ও সুস্থ আছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে বেলা ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লীডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দুপুরে উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটিতে গোলযোগ দেখা দিয়েছিল। এসময় বৈমানিকরা এটিকে দ্রুত ল্যান্ড করান। এতে বিমানটি কিছুটা ক্ষতির মুখে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

যশোর ঘাঁটিতে প্রশিক্ষণ বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

আপডেট সময় : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

যশোর বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ ল্যান্ডিং করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। তবে এর দুই আরোহীই নিরাপদ ও সুস্থ আছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে বেলা ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লীডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দুপুরে উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটিতে গোলযোগ দেখা দিয়েছিল। এসময় বৈমানিকরা এটিকে দ্রুত ল্যান্ড করান। এতে বিমানটি কিছুটা ক্ষতির মুখে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।