যুদ্ধবিরতি অমান্য করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে অমান্য করলে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প জানান, ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রতিনিধিরা। প্রস্তাবটি মস্কো ইতিবাচকভাবে দেখবে বলেও প্রত্যাশা ট্রাম্পের।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পুরো বিষয়টি নির্ভর করছে রাশিয়ার ওপর। মস্কোকে চুক্তি মানার আহ্বানও জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে ইউক্রেন রাজি। তবে ভূখণ্ড ছাড় দেয়া নিয়ে আপোষ হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।
যুদ্ধবিরতি প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া।