ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমিরের বাড়িতে হঠাৎ হাজির হলেন সালমন ও শাহরুখ!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির খানের ৬০তম জন্মদিনের আগে, তাঁর বাড়িতে পৌঁছলেন বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড আমির খান ও সালমন খান। ৩ অভিনেতার কোলাবরেশন নিয়ে এমনিতেই ভক্তদের উৎসাহের কোনো কমতি নেই। তবে নতুন কাজের খবর না থাকলেও, ৩জনকে একসঙ্গে দেখা গেল জন্মদিন উপলক্ষে। পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো সামনে আসতেই তা ভাইরাল।

ভিডিয়োতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমন খান ও আমির খান। সালমনকে দেখা গেল, সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

১৪ মার্চ ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? আপাতত তাই নিয়েই জোর চর্চা বলিপাড়ার অন্দরে।

এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। সঙ্গীতে নাটু নাটুতে নাচও করেছিলেন তাঁরা। এর আগে আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমনকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও জুড়েছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত। অন্যদিকে, ‘ডাঙ্কি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমন খান আসছেন এআর মুরুগাদোসের সিকান্দর সিনেমা নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আমিরের বাড়িতে হঠাৎ হাজির হলেন সালমন ও শাহরুখ!

আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

আমির খানের ৬০তম জন্মদিনের আগে, তাঁর বাড়িতে পৌঁছলেন বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড আমির খান ও সালমন খান। ৩ অভিনেতার কোলাবরেশন নিয়ে এমনিতেই ভক্তদের উৎসাহের কোনো কমতি নেই। তবে নতুন কাজের খবর না থাকলেও, ৩জনকে একসঙ্গে দেখা গেল জন্মদিন উপলক্ষে। পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো সামনে আসতেই তা ভাইরাল।

ভিডিয়োতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমন খান ও আমির খান। সালমনকে দেখা গেল, সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

১৪ মার্চ ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? আপাতত তাই নিয়েই জোর চর্চা বলিপাড়ার অন্দরে।

এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। সঙ্গীতে নাটু নাটুতে নাচও করেছিলেন তাঁরা। এর আগে আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমনকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও জুড়েছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত। অন্যদিকে, ‘ডাঙ্কি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমন খান আসছেন এআর মুরুগাদোসের সিকান্দর সিনেমা নিয়ে।