সালমান, হেলাল ও চুমকি দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

- আপডেট সময় : ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও ঋণের টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, শেখ হেলাল দম্পতি ও মেহের আফরোজ চুমকি দম্পতির বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, ‘সালমান এফ রহমানের কথিত বান্ধবী ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি, জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থলুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। ১৯০ কোটি টাকার মানিলন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় পৃথক দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ভাতিজাসহ ১৯ জনকে আসামি করেছে দুদক।
এ দিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আর দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে।’