ইরানের পারমাণবিক ইস্যুতে বেইজিংয়ে চীন-রাশিয়ার কূটনৈতিক বৈঠক

- আপডেট সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকরা শুক্রবার বেইজিংয়ে বৈঠক করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।
বৈঠকে অংশ নেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। আলোচনায় পারমাণবিক চুক্তি ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়।
২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তিতে সই করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি বাতিল করে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর থেকেই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
চীন আশা প্রকাশ করেছে, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ সুগম হবে। তবে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না।
ট্রাম্প সম্প্রতি ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন এবং হুঁশিয়ার করেছেন, তেহরান যদি আলোচনা প্রত্যাখ্যান করে, তবে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে, তারা চিঠিটি পর্যালোচনা করছে।