অবশেষে নতুন মাইলফলক ছুঁলো স্বর্ণের দাম

- আপডেট সময় : ০৪:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৩৬৪ বার পড়া হয়েছে

অবশেষে নতুন মাইলফলক ছুঁলো স্বর্ণের দাম। শুক্রবার ইতিহাসে প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়ে যায় তিন হাজার ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির কারণে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে প্রত্যাশিত সময়ের আগেই বেড়েছে স্বর্ণের চাহিদা ও দাম, বলছেন ব্যবসায়ীরা।
টানা প্রায় চার মাস ধরে মজুত বৃদ্ধির ফলে ফেব্রুয়ারির শেষে চীনে রাষ্ট্রীয়ভাবে সঞ্চিত স্বর্ণের পরিমাণ এখন প্রায় ২৩শ’ টন, বা আট হাজার আউন্সের বেশি। দেশটিতে এটি রেকর্ড স্বর্ণের মজুত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ছয় শতাংশ।
বিশ্ববাজারে স্বর্ণের দাম যখন আকাশ ছোঁয়ার পথে, তেমন সময়েই এভাবে স্বর্ণের মজুত বাড়াতে শুরু করে চীন। শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে শুক্রবার স্বর্ণের ইতিহাসে প্রথম বিশ্ববাজারে প্রতি আউন্স সোনালি ধাতুর মূল্য ছাড়ালো তিন হাজার ডলার।
১০-১৫ দিন ধরে স্বর্ণের বাজার ভীষণ অস্থির। এতে আমরা খুবই কঠিন অবস্থায় পড়েছি। কারণ স্বর্ণ তো আমাদের কিনতে হবেই। এখন এই দামে স্বর্ণ কিনতে গেলে ভয় হয় যে যদি দাম কমে যায়? বিনিয়োগের জন্য সবাই স্বর্ণ কিনতে চাইছে। কিন্তু এই অস্থিরতার কারণে আমরা চিন্তিত যে হুট করে বাজার নেমে গেলে তখন কী হবে।
পুঁজিবাজারে তাৎক্ষণিক বিক্রয়যোগ্য স্বর্ণ বা স্পট গোল্ডের দামের তুলনায় ভবিষ্যৎ চুক্তিভিত্তিক স্বর্ণ বা ফিউচার গোল্ডের দর অনেকটা বেশি। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক যুদ্ধের পরিধি ক্রমশ বেড়ে চলায় মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে। তাই তুমুল অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে প্রত্যাশিত সময়ের আগেই ঊর্ধ্বমুখী স্বর্ণের চাহিদা ও দাম।
চলতি বছর স্বর্ণের দাম সর্বোচ্চ ৩৩শ’ ডলারে পৌঁছাবে বলে আশা ছিল, কিন্তু সেটি সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ। এখন যে হারে দাম বাড়ছে, তাতে আরও আগেই লক্ষ্যে পৌঁছে যাবো মনে হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী তিন হাজার ডলার দাম পাওয়ার কথা ছিল জুন মাসে, আরও তিন মাস পর। ট্রাম্পের নীতির কারণে সবকিছু বদলে গেছে এবং এখন থেকে আরও উথাল-পাথাল হবে মনে হচ্ছে।
গেলো বছরই বিশ্ববাজারে চমক দেখায় স্বর্ণ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য, এক বছরের ব্যবধানে ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের চাহিদা বেড়ে যায় ৫৪ শতাংশ। বছর জুড়ে ২৭ শতাংশ দাম বৃদ্ধির পর এ ধারা অব্যাহত আছে ২০২৫ সালেও। চলতি বছর রেকর্ড ১৩ বার দর বেড়েছে স্বর্ণের, মাত্র সাড়ে তিন মাসে দাম বৃদ্ধির এ হার প্রায় ১৪ শতাংশ।