সিরাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুই শ্রমিক নিহত, আহত ৩

- আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকাজ করার সময় ধ্বসে পড়া দেওয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরো ৩ জন আহত আহত হয়েছেন। আজ (শনিবার, ১৫ মার্চ) সকাল দশটার দিকে শহরের সাহেদ নগর ব্যাপারিপাড়ায় এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদ নগর ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এসময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধ্বসে পড়লে চাপা পড়ে পাঁচজনই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে পাঠায়।
সেখানে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন বলে জানা গেছে।