ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ফাঁদে ৪১ দেশ

- আপডেট সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৩৬৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা বিশ্বের ৪১টি দেশকে প্রভাবিত করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ মেমোর তথ্য অনুযায়ী, এই দেশগুলোর ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, এই ৪১টি দেশকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগের দেশগুলোর ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা, দ্বিতীয় ভাগের দেশগুলোর ওপর নতুন ভিসা দেয়া বন্ধ ও তৃতীয় ধাপের দেশগুলোকে ৬০ দিনের সময় দেয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে।
রয়টার্সের তথ্য মতে, প্রথম ভাগের অন্তত ১০টি দেশ—যেমন আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। দ্বিতীয় ভাগের ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়বে, যেখানে শিক্ষার্থীসহ অন্যান্য ভিসা সীমিত করা হবে।
তৃতীয় ভাগে বেলারুশ, পাকিস্তান ও তুর্কমেনিস্তানসহ ২৬টি দেশ রয়েছে, যাদের ৬০ দিনের মধ্যে ভিসা যাচাই ব্যবস্থার উন্নতি করতে বলা হবে, নতুবা নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুমোদনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম মেয়াদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোএ ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কয়েকবার সংশোধন করার পর ২০১৮ সালে সেটি দেশটির সুপ্রিম কোর্টের অনুমোদন পায়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের ঘোষণা দেন।