বেলুচিস্তানে সন্ত্রাসী ঘটনার মূল পৃষ্ঠপোষক ভারত: পাকিস্তান

- আপডেট সময় : ০১:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৩৬৬ বার পড়া হয়েছে

বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পৃষ্ঠপোষক ভারত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানে ট্রেনে হামলার ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে আইএসপিআর। সেখানে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ ঘটনার জন্য ভারতে দোষারোপ করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘বেলুচিস্তানে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত। জাফর এক্সপ্রেসে সর্বশেষ হামলাও তাদের মদদে হয়েছে।’
এ সময় আইএসপিআরের মহাপরিচালকের পাশে ছিলেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তাঁকে উদ্দেশ্য করে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘বেলুচিস্তানে সর্বশেষ হামলা এবং অতীতে ঘটে যাওয়া অন্যান্য সন্ত্রাসী ঘটনা… আমরা বুঝতে পারি যে এই (আক্রমণের) প্রধান পৃষ্ঠপোষক হল আপনার পূর্ব প্রতিবেশী।’
গত মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে। চলন্ত ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা। এ সময় চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মীও ছিলেন।
জিম্মি হওয়া ৩০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটিতে চালানো অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীর ৩৩ জন সদস্য। এ ছাড়া ২৬ জিম্মিও নিহত হয়েছেন। ট্রেনে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।
এ ঘটনার পরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ট্রেনে হামলাটি বাইরের কোনো দেশ থেকে সংগঠিত হয়েছে। তবে সরাসরি ভারতের কথা বলেননি। বিএলএর কার্যকলাপের জন্য অতীতে ভারতকে দোষারোপ করার নীতি থেকে পাকিস্তান সরে এসেছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন, ভারতের বিরুদ্ধে তাদের অভিযোগ আজও প্রযোজ্য।
এর পাল্টা প্রতিক্রিয়ায় গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলে, ‘আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়। পাকিস্তানের উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা, দোষ চাপানোর পরিবর্তে নিজেদের দিকে তাকানো।’