যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে ফোনে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের মুক্ত করে দিতে রাশিয়ার কাছে অনুরোধ জানান ট্রাম্প।
জবাবে ইউক্রেনকে আত্মসমর্পণের শর্ত দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, ভয়াবহ ও রক্তাক্ত এই যুদ্ধের অবসান ঘটানোর একটি ভালো সুযোগ তৈরি হয়েছে।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, কূটনৈতিক আলোচনা দীর্ঘমেয়াদী করে যুদ্ধ চালিয়ে যেতে চান পুতিন। পুতিন ইচ্ছা করেই যুদ্ধের রেশ টানছেন। এদিকে, ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব ইউক্রেন সাদরে গ্রহণ করলেও, রাশিয়া জুড়ে দিয়েছে শর্ত।