গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

- আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৩৬৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। আজ (শনিবার, ১৫ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানায়, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়।
সিএনজিটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী (৫৬) ও এক বৃদ্ধ (৭০) নিহত হন। গুরুতর আহত হন আরও একজন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই উপপরিদর্শক।