ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। এই রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। আজ (রোববার, ১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে আবরারের পরিবার।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, ‘আসামিরা পারস্পারিক যোগসাজশে আবরার ফাহাদকে হত্যা করেছে। কেউ তাকে বাঁচাতে আসেনি।’

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

হাইকোর্টের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ। আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ।

তবে রায়ে রায়ে সন্তুষ্ট আবরারের বাবা। তিনি বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি। আর কারো সন্তান যেন এ রকম হত্যার শিকার না হয়।’

এ সময় তিনি সন্তান আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ।

কোনো ছাত্রসংগঠন যেন নিজেদের মধ্যে হানাহানি না করে, সেই আহ্বান আবরারের ভাইয়ের। কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। জাতি ন্যায়বিচার পেয়েছে। রাষ্ট্রে শৃঙ্খলা আনার জন্য এই রায় গুরুত্ব বহন করছে।

তিনি বলেন, ‘আইনের গণ্ডির বাইরে গিয়ে পাশবিকতা দেখানোর সুযোগ নেই। বিচারিক আদালতের রায়কে সঠিক মনে করেছেন হাইকোর্ট।

এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

গত ১০ ফেব্রুয়ারি এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়।

এ মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন বিচারিক আদালত।

আবরার হত্যাকাণ্ডে জড়িত ২৫ আসামির মধ্যে চারজন পলাতক। এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যাকাণ্ডের ৬ বছর পর হাইকোর্টে আবরারের মামলার নিষ্পত্তি হলো আজ। গত ৬ আগস্ট জেমি নামের একজন আসামি কারাগার থেকে পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল

আপডেট সময় : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। এই রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। আজ (রোববার, ১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে আবরারের পরিবার।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, ‘আসামিরা পারস্পারিক যোগসাজশে আবরার ফাহাদকে হত্যা করেছে। কেউ তাকে বাঁচাতে আসেনি।’

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

হাইকোর্টের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ। আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ।

তবে রায়ে রায়ে সন্তুষ্ট আবরারের বাবা। তিনি বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি। আর কারো সন্তান যেন এ রকম হত্যার শিকার না হয়।’

এ সময় তিনি সন্তান আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ।

কোনো ছাত্রসংগঠন যেন নিজেদের মধ্যে হানাহানি না করে, সেই আহ্বান আবরারের ভাইয়ের। কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। জাতি ন্যায়বিচার পেয়েছে। রাষ্ট্রে শৃঙ্খলা আনার জন্য এই রায় গুরুত্ব বহন করছে।

তিনি বলেন, ‘আইনের গণ্ডির বাইরে গিয়ে পাশবিকতা দেখানোর সুযোগ নেই। বিচারিক আদালতের রায়কে সঠিক মনে করেছেন হাইকোর্ট।

এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

গত ১০ ফেব্রুয়ারি এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়।

এ মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন বিচারিক আদালত।

আবরার হত্যাকাণ্ডে জড়িত ২৫ আসামির মধ্যে চারজন পলাতক। এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যাকাণ্ডের ৬ বছর পর হাইকোর্টে আবরারের মামলার নিষ্পত্তি হলো আজ। গত ৬ আগস্ট জেমি নামের একজন আসামি কারাগার থেকে পালিয়ে গেছেন।