ইয়েমেনে বিমান হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ২৩

- আপডেট সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) রাতে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের লক্ষ্য করেই আকাশ থেকে একের পর এক বোমা বর্ষণ করে মার্কিন সেনারা। এতে দেশটির ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রাণঘাতি এ অভিযান চলবে বলে হুমকি ট্রাম্পের। সেই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি করেছেন, বিদ্রোহী এ গোষ্ঠীটিকে সমর্থন না দেয়ার।
একের পর এক বোমা ও মিসাইলের শব্দে প্রকম্পিত ইয়েমেন। কালো ধোঁয়ায় ছেঁয়ে যায় রাজধানী সানার আকাশ।
শনিবার রাতে ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। কয়েকঘণ্টার সিরিজ বোমা হামলায় এক প্রকার নারকীয় তাণ্ডব চালায় তারা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই প্রথম মধ্যপ্রাচ্যের কোন দেশে এতো বড় মার্কিন হামলা। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করে আল-জাজিরা।
মার্কিন এ হামলার কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হুতিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটির রাজনৈতিক উইং জানায়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তাদের এ হামলা যুদ্ধাপরাধের সমান।
হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে ২০২৩ সালের নভেম্বর থেকেই লোহিত সাগরে একের পর এক সফল অভিযান চালায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। পশ্চিমাদের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইসহ ডুবিয়ে দেয় আরও দুটি জাহাজ। প্রায় শ’খানেক সফল অভিযানের পর লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। সেসময় হুতি আতঙ্কে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল এক পর্যায় বন্ধ হয়ে যায়।
গেল সপ্তাহে ইসরাইলের বিরুদ্ধে লোহিত সাগরে ফের অভিযান শুরুর হুমকি দেয় হুতিরা। এর প্রতিক্রিয়ায় মূলত হুতিদের ওপর হামলা করেছে যুক্তরাষ্ট্র।
বিদ্রোহী গোষ্ঠীটির ওপর আগামী কয়েক সপ্তাহে অভিযান চলবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ইয়েমেনে নারকীয় বৃষ্টি বইয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি। কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না ওয়াশিংটন।
ইয়েমেনের পাশাপাশি ইরানকেও সতর্ক করেন ট্রাম্প। হুতিদের সমর্থন দেয়া বন্ধ না করলে তেহরানকে এর জবাবদিহি করতে হবে হুঁশিয়ারি দেন তিনি।
তবে ট্রাম্পের এ হুঁশিয়ারির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের রেভুলেশনারি গার্ডের কমান্ডার হোসেই সালামি জানান, যুক্তরাষ্ট্র ফের একই ভুল করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
ইরানের রেভুলেশনারি গার্ডের কমান্ডার হোসেই সালামি বলেন, ‘শত্রুপক্ষ আবারও একই ভুল করছে । লেবানন, গাজা, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তান থেকে তাদের আগের ভুলের শিক্ষা নিচ্ছে না। এবারও শত্রুকে শক্ত হাতে দমন করা হবে।’
ইরানের সঙ্গে যখন নিউক্লিয়ার চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তখন তাদের সমর্থনকারী গোষ্ঠীর ওপর এতো বড় হামলা প্রশ্ন তুলেছে তার আলোচনার সম্ভাব্যতা নিয়ে।