‘দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়াই এখন সকলের প্রত্যাশা’

- আপডেট সময় : ০৯:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়াই এখন সকলের প্রত্যাশা বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তরাঁয় বিগত আমলে গুম খুন হওয়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিএনপির এক ইফতার মাহফিলে অনলাইন যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্টসহ বিগত আমলে হওয়া গুম, খুন ও নির্যাতনের বিচার করবে বলেও তিনি এসময় জানান। একইসাথে আগামীতে এসব নির্যাতনের সুষ্ঠু বিচার না হলে আবারও অন্যায় সংগঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘গুম খুন হওয়া মানুষের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই এতোগুলো মানুষের আত্মত্যাগ।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো যোগ করেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনই এখন সকলের প্রত্যাশা, আগামীতে যারা দেশকে নেতৃত্ব দেবেন, তাদের অবশ্যই একটি কর্মসূচি থাকতে, যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের বিচার করতে হবে। আগামীতে অন্যায়ের সুষ্ঠু বিচার না হলে দেশে আবার অন্যায় সংগঠিত হবে।’
তিনি বলেন, ‘বিএনপি আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যা, নির্যাতনের বিচার করবে।’
ইফতার আয়োজনে বিএনপির অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।