নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রানেই অলআউট পাকিস্তান

- আপডেট সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রানেই অলআউট পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের কাছে পাত্তাই পেল না বাবর-রিজওয়ান ছাড়া গঠিত নতুন পাকিস্তান দল।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
ক্রাইসচার্চে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তবে ইনিংসে এক রান তুলতেই ৩ উইকেট হারায় সফরকারীরা।
অভিজ্ঞতা-ঘাটতির পাকিস্তান দল শুরুতেই ভেঙে পড়ে। মাত্র ১১ রানেই টপঅর্ডার গুঁড়িয়ে যায়। খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের এটি সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড—আগের সর্বনিম্ন ছিল ১০১ রান।
নিউজিল্যান্ডের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এই ধস নেমেছে। জ্যাকব ডাফি মাত্র ৩.৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। কাইল জেমিসন ৪ ওভারে ৮ রানে তুলে নেন ৩ উইকেট, তিনিই হন ম্যাচসেরা। ব্যাট হাতে লক্ষ্য তাড়ায় ঝড় তুলে দেয় কিউই ওপেনাররা। টিম শেইফার্ট (৪৪) ও ফিন অ্যালেন (২৯*) মিলে গড়েন ৫৩ রানের জুটি। টিম রবিনসন যোগ করেন ১৮ রান। মাত্র ১০.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।