ফিলিস্তিনের সমর্থনে আয়ারল্যান্ড ও লন্ডনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের সমর্থনে আয়ারল্যান্ড আর লন্ডনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাজ্যে মধ্য লন্ডনের রাস্তাঘাট দখলে নেয় বিক্ষোভকারীরা, এসময় ফিলিস্তিনের পতাকা গায়ে পেঁচিয়ে দাবি তোলেন ফিলিস্তিনিদের মুক্তির, পাশাপাশি কঠোর প্রতিবাদ জানানো হয় ইসরাইলকে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাতের ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ডাবলিনে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ। এসময় ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরশাসকের উপাধিও দেয়া হয়।
উল্টোদিকে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিসহ ইসরাইলি বন্দিদের মুক্তির দাবিতে তেল আবিবে রাজপথে নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন শত শত ইসরাইলি।