‘মানবিক কারণে শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াত’

- আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

মানবিক কারণে মাগুরার শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নিচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ১৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই।’
ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে বলেও জানা তিনি।
তিনি আরো লিখেন, সকলের কাছে দো’য়ার আবেদন, আল্লাহ তায়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন। আমীন।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় মাগুরার শিশু আছিয়া। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। কন্যাশিশু আছিয়ার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। সে তৃতীয় শ্রেণিতে পড়তো। রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বড় বোনের বাড়ি মাগুরা শহরে বেড়াতে আসে। সেখানেই বড় বোনের শ্বশুরের লালসার শিকার হয় ৮ বছরের শিশুটি।