রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ নেতা নিহত

- আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নির্মল খীসা (৩২) নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা নিহত হয়েছেন। সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে খামার পাড়া এলাকায় আজ রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নির্মল খীসা রাঙামাটির নানিয়চর তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
জানা গেছে, রোববার সকালে ইউপিডিএফের তিনজন তৈমেদুং এলাকা থেকে খামার পাড়ায় আসছিল। পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নির্মল খীসা মারা যান।
সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রবীন চাকমা একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে বলেন, ‘রোববার সকাল ৯টায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ির খামারপাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬ থেকে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।’
অভিযোগ অস্বীকার করে জেএসএস রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘জেএসএস স্বশস্ত্র কার্যক্রমে জড়িত নয়। সাপছড়ি এলাকায় জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফের আভ্যন্তরীন কোন্দলে এ হত্যাকাণ্ড হতে পারে। এর সাথে জেএসএসের কোনো সম্পর্ক নেই।’