হাসপাতাল থেকে ছাড়া পেলেন এ আর রহমান

- আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীত পরিচালক এআর রহমান। তীব্র বুক ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, হঠাৎ বুক ব্যথা বেড়ে গেলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসূত্রে এ খবর জানা গেছে।
জানা যায়, বুকে ব্যথা অনুভব করায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অস্কার জয়ী এ সুরকারকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন।
অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে যে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।
এ আর রহমানের অসুস্থতার খবর পেতেই খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘যখনই আমি খবর পেলাম যে আমাদের সংগীত কিংবদন্তি এ আর রহমান অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তখনই আমি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিই। তাঁরা বলেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন।’
চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রমজানের রোজা রাখার পর দীর্ঘ সফর শরীর ধকল নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
তবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ।
প্রসঙ্গত, গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরা সহজে মেনে নিতে পারেনি।
প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, দাবি করেছিলেন রহমান।
ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁর একটি অস্ত্রোপচার করা হয়েছে। সূত্র: এনডিটিভি