চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৬৬ বার পড়া হয়েছে

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করা হবে।
তিনি জানান, আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি আরও জানান, এই সাক্ষাতকারের মাধ্যমে বাংলাদেশ চীনের মধ্যে যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে।