ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ১৬ মার্চ) প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেন, নির্বাচনে দেরি হলে বাংলাদেশের বিরুদ্ধে থাকা শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজ সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আবার সেই হত্যা, জখম ও ধর্ষণের ঘটনায় বিচলিত হয়ে পড়ছি। এগুলো আমাদের উৎপীড়িত করছে। অন্যদিকে আমাদের ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, দেশ পরিচালনা করবেন তত দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ১৬ মার্চ) প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেন, নির্বাচনে দেরি হলে বাংলাদেশের বিরুদ্ধে থাকা শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজ সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আবার সেই হত্যা, জখম ও ধর্ষণের ঘটনায় বিচলিত হয়ে পড়ছি। এগুলো আমাদের উৎপীড়িত করছে। অন্যদিকে আমাদের ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, দেশ পরিচালনা করবেন তত দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।