অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার; এমন বিশ্বাস জনগণের বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ১৭ মার্চ) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আছিয়ার ধর্ষকের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার; এমন বিশ্বাস জনগণের। আর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বিএনপি'র ১৫ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামল ছিল অপরাধীদের অভয়ারণ্য। সমাজে যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা শুধু শেখ হাসিনার দুঃশাসনের কারণেই।
এদিকে, একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান উপদেষ্টার কাছে সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।