ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে এ সপ্তাহেই কথা বলবেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় গতকাল রোববার এক সাক্ষাৎকারে তিনি সিএনএনকে বলেন, ‘এই সপ্তাহেই দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোনালাপ হবে বলে আশা করি’। তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যাচ্ছি’।

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন উইটকফ। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ।

গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ৩০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন। পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। শান্তি অর্জনে এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের এক মাসের কম সময়ের মধ্যে পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ফোনালাপে তাঁরা দ্রুত যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে এ সপ্তাহেই কথা বলবেন ট্রাম্প-পুতিন

আপডেট সময় : ১২:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় গতকাল রোববার এক সাক্ষাৎকারে তিনি সিএনএনকে বলেন, ‘এই সপ্তাহেই দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোনালাপ হবে বলে আশা করি’। তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যাচ্ছি’।

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন উইটকফ। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ।

গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ৩০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন। পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। শান্তি অর্জনে এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের এক মাসের কম সময়ের মধ্যে পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ফোনালাপে তাঁরা দ্রুত যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হয়েছিলেন।