২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলায় জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন হামজা দেওয়ান চৌধুরী। আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে সিলেটে অবতরণের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন করমু।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আজ দেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দীর্ঘ সময় পর বাংলাদেশে কেমন লাগছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘অ্যামেজিং, অ্যামেজিং।’
পরের প্রশ্নে বাংলায় ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে হামজা চৌধুরী বলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন করমু। আমি কোচ হ্যাভিয়ের কাভেরেরার লগে মাতছি বহুত্তা। আমারদের বিগ ড্রিমস আছে। ইনশাআল্লাহ আমরা উইন করে প্রগ্রেস করতে পারবো।’
হামজা চৌধুরী বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। আমরা ম্যাচ জিততে চাই এবং ক্রমান্বয়ে উন্নতি করতে চাই।’
তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল তার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।