জুসের বিনিময়ে ‘চুরি’ করা ফোন ফেরত দিল বানর!

- আপডেট সময় : ১২:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে

ভিড়ের মধ্য হাত থেকে ছোঁ মেরে ফোন নিয়ে পালাল ‘চোর’। তবে এই চোর মহাশয় কিন্তু মানুষ নয়, বানর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হোলির দিন বৃন্দাবনে দোল খেলার সময় এক তরুণের ফোন নিয়ে পালায় বানর। পরে দেখা যায় বানরটি ফোন নিয়ে একটি বাড়ির উঁচু কার্নিশে গিয়ে বসে আছে। বহু চেষ্টা করেও ফোন ফেরত পাচ্ছিলেন না ওই তরুণ। এরপর আমের জুসের লোভ দেখিয়ে বানরের কাছ থেকে ফোন ফিরে পান তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির কার্নিশে বসে রয়েছে একটি বানর। তার হাতে দামি ফোন। বাড়ির নিচে দাঁড়িয়ে আছেন তিন জন। জুসের একটি প্যাকেট বানরের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় বানরটি জুসের প্যাকেটটি ধরে ফেলে। এরপর প্যাকেটটি মুখে চেপে ধরে ফোনটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়।
ফোন ফেরত পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন তরুণ। সমাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। বানরের এমন কাণ্ড নজর কেড়েছে নেটিজেনদের। মজার মজার মন্তব্য করছেন অনেকে।