ময়মনসিংহে র্যাবের অভিযানে চার আরসা সদস্য আটক

- আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর একটি ভবনে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার ৪ সদস্যকে আটক করেছে র্যাব। এরমধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাদের সাথে দুটি শিশুও রয়েছে। অভিযানের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনী। ভয়ে কথা বলতে রাজি হয়নি স্থানীয়রাও।
আজ (সোমবার, ১৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। একপর্যায়ে দরজা ভেঙে ভবনের ১০ ও ১১ নম্বর ফ্লাটে প্রবেশ করে। কোনোরকম অপ্রীতিকর ঘটনার আগেই আটক করা হয় নারী শিশুসহ ৪ জনকে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয় বলে জানান ভবনের প্রত্যক্ষদর্শীরা।
অপরাধীদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ফ্লাটের আশপাশের লোকজন। তবে প্রাথমিকভাবে জানা যায়, মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার ৪ সদস্য তারা।
আটকের পর দ্রুত গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে র্যাব সদস্যরা। অভিযানের নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সাংবাদিকদের এড়িয়ে যান তারা।