১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর ইংলিশ ঘরোয়া লিগে কোন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি নিউক্যাসেল। তবে দীর্ঘ ৭০ বছরের প্রতীক্ষার অবসান স্মরণীয় জয় দিয়ে করেছে নিউক্যাসেল। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলের ট্রফি জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। রোববার (১৬ মার্চ) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল।
ঘরোয়া ফুটবলে নিউক্যাসলের এটাই প্রথম শিরাপা। এফএ কাপ চ্যাম্পিয়নস লিগের পর লিভারপুল সুযোগ হারাল লিগ কাপ জয়েরও। আর্নে স্লটের দলের শিরোপা–স্বপ্ন এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগেই।
ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে নিউক্যাসল। একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথমবার জালের দেখা পায় দলটি। ট্রিপিয়ারের কর্নারে বল পেয়ে হেডে জালে বল পাঠান বার্ন। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।
দ্বিতিয়ার্ধের সপ্তম মিনিটে নিউক্যাসল স্ট্রাইকার ইসাকের গোল বাতির হয় অফসাইডে। কিন্তু এক মিনিট বাদে আবারও লিভারপুলের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন সুইডিস তারকা ইসাক। নিউক্যাসল ভক্তরা যখন শিরোপ উৎসব শুরু করেছে তখন ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে এক গোল শোধ দেন লিভারপুলের ইতালিয়ান ফরোয়ার্ড ফেড্রিকো কিয়েসা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ৭০ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় নিউক্যাসল।