২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরুর তাগিদ সুজনের

- আপডেট সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

২০২৭ বিশ্বকাপে সফলতা পেতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে ক্রিকেটারদের। মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। রোববার (১৬ মার্চ) বিসিবিতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিন বিভাগেই পরিবর্তন আনতে হবে। এছাড়া তিন সংস্করণে আলাদা অধিনায়কের প্রস্তাবও দিয়েছেন সুজন।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন সাফল্য খরায় ভুগছে বাংলাদেশ। আইসিসি ইভেন্টগুলোতে নেই বড় কোনো অর্জন। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে একের পর এক ব্যর্থতা।
২০২৭ বিশ্বকাপে সাফল্যের জন্য এখন থেকেই যথাযথ পরিকল্পনা দরকার বলে মনে করেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা খুঁজে বের করে আলাদা করে কাজ করা জরুরি বলে মনে করেন তিনি।
সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘২০২৭ বিশ্বকাপ কোথায় খেলবেন, কী কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন। আপনাকে গত ৬ মাসে ঢাকা লিগে তরুণ বোলিং বা ব্যাটিং অলরাউন্ডার ক্রিকেটার যারাই রয়েছে তাদেরকে তুলে আনা।’
টি-টোয়েন্টি ফরম্যাটে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেয়ায় লিটন হতে পারেন তার বিকল্প। সুজনের মত, তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকলে চাপ কমবে সবার ওপর থেকে।
রিয়াদ-মুশফিকের অবসরে দেশের ক্রিকেটে তৈরি হয়েছে এক শূন্যতা। তাদের বিকল্প তৈরিতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেয়ার পরামর্শ সুজনের।
তিনি বলেন, ‘১৫ জনের প্লেয়ার রেডি আছে। পাশাপাশি আরো ১৫ জন রেডি করে রাখতে হবে। এর মধ্যে অনেকের ইনজুরি হতে পারে, অফ ফর্ম হতে পারে।’
জাতীয় দলের বাৎসরিক চুক্তিতে না থাকা প্রতিভাবান ক্রিকেটারদেরকে একটি শ্যাডো কোচিং প্যানেলের অধীনে নিয়মিত নার্সিং করতে পারলে শক্তিশালী পাইপলাইন গড়ে উঠবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।