ডার্টি পিকচার দেখে বিদ্যার মা-বাবা যা বলেছিলেন

- আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ডার্টি পিকচারের মতো সিনেমায় অভিনয় করে ঝড় তুলেছিলেন। যেই সিনেমা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চলেছিল ভক্তমহলে।
এই সিনেমায় দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ছবিতে তার বোল্ড লুক, ভারী চেহারা, আর ‘উলালা’ গানে আইটেম ডান্স দেখে কী বলেছিলেন বাবা-মা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিদ্যা। অভিনেত্রী জানালেন, সিনেমা দেখে নাকি তার মা জড়িয়ে ধরে কেঁদেছিলেন।
বিদ্যা বলেন, ‘আমি খুব চিন্তায় ছিলাম কীভাবে প্রতিক্রিয়া দেবেন তারা? ইন্টারভেল অব্দি হলের বাইরে তাদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করেছিলাম। মনে হয়েছিল, বাবা বাইরে বেরিয়ে এসে বলবে এটা কী করেছ তুমি?’
কিন্তু সত্যিই কি তাই হয়েছিল? বিদ্যার কথায়, ‘বাবা বাইরে বেরিয়ে এলেন। দেখলাম হাততালি দিচ্ছেন। আমাকে ডেকে বললেন, মনেই হয়নি আমার মেয়ে রয়েছে ছবিতে। মজার বিষয় হল আশেপাশের সবাই সেটাই বলছিল।’
তিনি বলেন, ‘অনস্ক্রিন আমার মৃত্যু হয়েছিল। যা মায়ের পক্ষে মেনে নেওয়া কিছুটা কষ্টকর ছিল। মা বলেছিল, সেক্সি এবং স্লেজির মধ্যে একটা সুক্ষ্ম পার্থক্য রয়েছে।’