ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক।

এ বি এম এ রাজ্জাক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

বহিষ্কৃত সাত নেতা হলেন ঢাকা মহানর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এই আদেশে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার বিভিন্ন ইউনিট থেকে এই সাতজনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। রাত ১০টার দিকে তাঁরা রাজধানীর মিরপুর- ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন। এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের পদত্যাগ দাবি করা হয়। এই বহিষ্কারাদেশকে পক্ষপাতিত্ব ও ষড়যন্ত্রমূলক বলেও মনে করেন বহিষ্কৃতরা।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক।

এ বি এম এ রাজ্জাক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

বহিষ্কৃত সাত নেতা হলেন ঢাকা মহানর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এই আদেশে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার বিভিন্ন ইউনিট থেকে এই সাতজনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। রাত ১০টার দিকে তাঁরা রাজধানীর মিরপুর- ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন। এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের পদত্যাগ দাবি করা হয়। এই বহিষ্কারাদেশকে পক্ষপাতিত্ব ও ষড়যন্ত্রমূলক বলেও মনে করেন বহিষ্কৃতরা।