মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের

- আপডেট সময় : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৩৬৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা আঘাতের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে ৫৩ জন। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুইজন নারী, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।
স্থায়ী সময় রোববার রাতে ইয়ামিনের সাদা প্রদেশে স্বজনদের মরদেহ খুজতে থাকে বাসিন্দারা। শনিবার হামলাটি চালিয়ে ছিল যুক্তরাষ্ট্র।এদিন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে। তিনি দাবি করেন, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদের পাল্টা জবাব বলে উল্লেখ করেন তিনি। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে, তারা লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে, যতক্ষণ না গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হুথিদের সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয়, তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে। এই অভিযান মূলত সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থি হুথিদের প্রতিহত করার জন্য বলে জানান তিনি। তবে, হুথিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুথিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। বিদ্রোহী গোষ্ঠীটির বহু সদস্য হতাহত হয়েছেন।